

বুধবার ● ৩১ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » জেলার খবর » শশীভুষণে যুবকের লাশ উদ্ধার
শশীভুষণে যুবকের লাশ উদ্ধার
চরফ্যাশন প্রতিনিধি: চরফ্যাশন আবদুল্লাহপুর ইউনিয়নের মিনাবাজার এলাকার সুরেনদেব খাল থেকে নাগর (৩৫) নামের এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ৮টায় স্থানীয়দের সংবাদের ভিত্তিতে শশীভুষণ থানা পুলিশ এই লাশ উদ্ধার করে। নিহত নাগর আবদুল্লাহপুর ৯নং ওয়ার্ডের মো. শাহে আলম হাওলাদারের ছেলে।
স্থানীয়রা জানান, আবদুল্লাহপুর ইউনিয়নের মিনাবাজারের পূর্বপাশে সুরেনদেব খালে মৃতদেহ ভাসতে দেখে পথচারীরা স্থানীয় বাজারে এসে খবর দেয়। বাজারের ব্যবসায়ীরা থানা পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।
শশীভুষণ থানার অফিসার ইন-চার্জ মো.হানিফ সিকদার জানান, স্থানীদের খবরের ভিত্তিতে খাল থেকে যুবকের ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। নিহত নাগর মানুষিক প্রতিবন্ধী ছিলো। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
-এমএএইচ/এফএইচ