শিরোনাম:
●   উদ্ভাস-উন্মেষ-উত্তরণ এখন দ্বীপ জেলা ভোলায় ●   ভোলা আইনজীবী সমিতির নির্বাচনে আ’লীগের সমর্থিত প্রার্থী বশীর উল্লাহ সভাপতি, সম্পাদক মাহাবুবুল হক লিটু নির্বাচিত ●   ভোলা জেলা প্রশাসকের সাথে আইনজীবী সমিতির মতবিনিময় ●   চরফ্যাশনে দুর্বৃত্তদের আগুনে পুড়লো চট্টগ্রামগামী বাস ●   ডয়েসে ভ্যালী ও জাতীয় গণমাধ্যম ইনিস্টিটিউটের যৌথ আয়োজনে প্রিন্ট পত্রিকার সম্পাদকদের কর্মশালা সম্পন্ন ●   ভোলায় চারটি সহ সারাদেশে ১৫০ সেতু উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ●   ভোলায় ৩৩৫ কোটি টাকার শহর রক্ষা বাঁধ এখন মরণ ফাঁদ! ●   ভোলায় জমি দখলের খবর পেয়ে স্ট্রোক করে মারা গেলেন প্রবাসী ●   ভোলার নবাগত জেলা প্রশাসকের সাথে আইনজীবী সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত ●   আজ ইসলামী চিন্তাবিদ মাওলানা মোঃ হাবিবউল্লাহ’র ৩য় মৃত্যুবার্ষিকী
ভোলা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ভোলার সংবাদ
মঙ্গলবার ● ২৩ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » অর্থনীতি » জাতিসংঘের সাথে বাণিজ্য ও অর্থনৈতিক বৃদ্ধির সম্ভাবনা
প্রথম পাতা » অর্থনীতি » জাতিসংঘের সাথে বাণিজ্য ও অর্থনৈতিক বৃদ্ধির সম্ভাবনা
৬৩০ বার পঠিত
মঙ্গলবার ● ২৩ অক্টোবর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জাতিসংঘের সাথে বাণিজ্য ও অর্থনৈতিক বৃদ্ধির সম্ভাবনা


---

ডেস্ক: জাতিসংঘের সাথে বাংলাদেশের বাণিজ্য অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির বিপুল সম্ভাবনা রয়েছে। বিশেষ করে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে বাংলাদেশের গুরুত্বপূর্ণ অবদান অবস্থানের কথা উল্লেখ করে আমাদের সম্ভাবনাময় পণ্য রপ্তানির বিদ্যমান খাতের সুযোগগুলো কাজে লাগানো যায়।

এফবিসিসিআই এবং বাংলাদেশ ইন্সটিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিংয়ের (বিআইপিএসওটি) যৌথ উদ্যোগে মঙ্গলবার বিআইপিএসওটি মিলনায়তনেজাতিসংঘের সাথে বহুমাত্রিক সহযোগিতাশীর্ষক এক সেমিনারে দেশের ব্যবসায়ী নেতারা এসব কথা বলেন।

সেমিনারে এফবিসিসিআই সভাপতি মো. শফিউল ইসলাম (মহিউদ্দিন) উপস্থিত ছিলেন।

এফবিসিসিআইয়ের সিনিয়র সহ-সভাপতি শেখ ফজলে ফাহিম, পরিচালকবৃন্দ এবং সাধারণ পরিষদের সদস্যরা সেমিনারে অংশ নেন।

সেমিনারে এফবিসিসিআই সভাপতি বাংলাদেশের দ্রুত অগ্রসরমান অর্থনৈতিক কার্যক্রমে দেশের বেসরকারি খাতের ভূমিকা তুলে ধরে বলেন, দেশে বিনিয়োগের পরিবেশ আরও আকর্ষণীয় করতে এফবিসিসিআই সরকারের সাথে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, দেশের সম্ভাবনাময় উদ্যোক্তাগণ বিশ্বজুড়ে তাদের দক্ষতা উদ্ভাবনী ক্ষমতার প্রমাণ রেখেছেন।

বর্তমান সরকারের দূরদর্শী নেতৃত্বে এবং দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের আন্তরিক কার্যকর প্রচেষ্টায় বাংলাদেশ নিকট আগামীতে বিশ্বের অন্যতম অর্থনৈতিক শক্তি হিসেবে আবির্ভুত হবে বলে এফবিসিসিআই সভাপতি আশাবাদ ব্যক্ত করেন। বিআইপিএসওটি এর কমান্ড্যান্ট মেজর জেনারেল সাজ্জাদুল হক সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন।

মেজর জেনারেল সাজ্জাদুল হক বলেন, জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে ২য় সর্বোচ্চ শান্তিরক্ষী পাঠানো দেশ হিসেবে বাংলাদেশ যথেষ্ট প্রসংশা কুড়িয়েছে। বাংলাদেশের এই অবস্থান কাজে লাগিয়ে জাতিসংঘের সাথে বহুপাক্ষিক সহযোগিতা বৃদ্ধি করা সম্ভব।

 

এফবিসিসিআইয়ের সিনিয়র সহ-সভাপতি শেখ ফজলে ফাহিম বাংলাদেশের সাম্প্রতিক অবকাঠামোগত উল্লেখযোগ্য উন্নয়ন কর্মযজ্ঞের উল্লেখ করেন। এছাড়াও তিনি দেশের রপ্তানি বাণিজ্য প্রসংশনীয় ভুমিকা পালনকারী রপ্তানি প্রতিষ্ঠানগুলোর অবদান স্মরণ করেন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ প্রাইজ ওয়াটার হাউজ কুপার্সের (পিডব্লিউসি) ম্যানেজিং পার্টনার মামুন রশিদ।

তিনি উপস্থাপনায় জাতিসংঘে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের সম্ভাবনাগুলো তুলে ধরেন। বিশেষ করে তথ্যপ্রযুক্তি, তৈরি পোশাক, হালকা-প্রকৌশল শিল্প, কৃষি ইত্যাদি খাতে বাংলাদেশের সম্ভাবনাগুলো কাজে লাগানোর উপর গুরুত্ব আরোপ করেন মামুন রশিদ।

বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তপন কান্তি ঘোষ, প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান খান চৌধুরী, বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল সৈয়দ সাব্বির আহমেদ, আমরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এস্তোনিয়ায় বাংলাদেশের কনসাল সৈয়দ ফরহাদ আহমেদ সেমিনারে প্যানেল আলোচক হিসেবে বক্তব্য রাখেন।

-পিডি/এফএইচ





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

© 2024 দ্বীপের সাথে ২৪ ঘণ্টা Bholar Sangbad, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।