

শনিবার ● ২০ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » জেলার খবর » শশীভূষণে ধানক্ষেত থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার
শশীভূষণে ধানক্ষেত থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার
চরফ্যাশন প্রতিনিধি: ভোলার চরফ্যাশনের শশীভূষণ থানার হাজারীগঞ্জ ইউনিয়নে ধানক্ষেত থেকে জাহানারা বেগম (৭০) নামের এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে শশীভূষণ থানা পুলিশ। শুক্রবার (১৯অক্টোবর) রাত ৯ টার দিকে তার বাড়ীর পাশ্ববর্তী ধানক্ষেত থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। জাহানারা বেগম হাজারীগঞ্জ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মৃত সেকান্দরের স্ত্রী।
হাজারীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান সেলিম হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,বৃদ্ধাকে হত্যা করা হতে পারে।
শশীভূষণ থানার অফিসার ইনচার্জ (ওসি) হানিফ সিকদার নিশ্চিত করে করে বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের পর বিস্তারিত বলা যাবে।
-কেএস/এফএইচ