

শনিবার ● ১ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » আইন ও অপরাধ » দুলারহাটে পুলিশ আটক করায় বাদীর স্ত্রী ও শিশুকে মারধর
দুলারহাটে পুলিশ আটক করায় বাদীর স্ত্রী ও শিশুকে মারধর
চরফ্যাশন প্রতিনিধি: দুলারহাটের আবুবক্বরপুর গ্রামে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে পুলিশ লিটক নামক এক ব্যক্তিকে আটক করায় ক্ষিপ্ত হয়ে স্বজনরা বাদীর স্ত্রী ও ২ বছরের শিশু সন্তানকে মারধর করেছে। স্থানীয়রা তাদেরকে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করেছে।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার দুলারহাট আওতায়ধীন আবুবক্করপুর মৌজার ৪২ শতাংশ জমি নিয়ে সেলিমগং অলী দালালগংদের সাথে বিরোধ চলে আসছে। সেলিমের ঘরে সমানে নিয়ে কাটা দিয়ে বেড়া দেয়ার ঘটনাকে কেন্দ্র করে ইতিপূর্বে একাধিকবার স্থানীয় ইউপির চেয়ারম্যানসহ শালিশ বৈঠক হয়েছে। গ্রাম্য আদালতে সেলিমের পক্ষে একাধিক রায় প্রদান হলেও প্রতিপক্ষরা মানতে নারাজ। সেলিম শনিবারে বাদী হয়ে দুলারহাট থানায় ৬ জনকে আসামী করে অভিযোগ করলে পুলিশ বেলা সাড়ে ১২ টায় আসামীকে লিটন (২৫) কে আটক করে। এতে তার আত্মিয়-স্বজন রতন, ময়ফুল, অলিদালাল ও সোনিয়া ক্ষিপ্ত হয়ে সেলিমের স্ত্রী ইয়ানুর বেগম (৪০) ও তার ২ বছরের সন্তান হাবিবুর রহমান মারধর করেছে। তাদেরকে চরফ্যাশন হাসপাতাল ভর্তি করা হয়েছে।
সেলিমের অভিযোগ, তারা স্থানীয় গ্রাম্য আদালত ও থানা পুলিশ কিছুই মানেনা। জনবল বেশী থাকায় আমার ও আমার পরিবারের উপর বার বার হামলা চালায়। আমি সঠিক বিচার দাবী করছি। দুলারহাট থানার ওসি মিজানুর রহমান পাটওয়ারী জানান, সেলিমের অভিযোগের ভিত্তিতে সাড়ে ১২টায় লিটন নামে একজনকে আটক করছি। এতে তার স্ত্রী ও সন্তানকে মারধর করছে বলে আমাকে জানিয়েছে।
-এমএএইচ/এফএইচ