

সোমবার ● ২ জুলাই ২০১৮
প্রথম পাতা » আইন ও অপরাধ » শশীভুষণে ৮ম শ্রেণির ছাত্রীকে এসিড নিক্ষেপ, আটক ৫
শশীভুষণে ৮ম শ্রেণির ছাত্রীকে এসিড নিক্ষেপ, আটক ৫
চরফ্যাশন প্রতিনিধি: চরফ্যাশন উপজেলার শশীভুষণ থানার রসুলপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে হাজী রোডের শশীভুষণ গ্রামে সোমবার ভোররাতে ঘুমন্ত স্কুল পড়ুয়া ৮ম শ্রেণির ছাত্রী আয়েশার উপর এসিড নিক্ষেপ করে মুখমন্ডল সহ শরীর ঝলসে দিয়েছে। এ ঘটনায় পুলিশ ৫ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার শশীভূষণ থানার রসুলপুর গ্রামের শশীভূষণ মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণিতে পড়–য়া ছাত্রীর সয়ন কক্ষে প্রবেশ করে এসিড নিক্ষেপ করেছে। তার মুখমন্ডল ও শশীরের বিভিন্ন স্থান ঝলসে যায়। পুলিশ উদ্ধার করে চিকিৎসার জন্য চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ প্রেরণ করেছেন। আটককৃতরা হলেন, রসুলপুর ইউনিয়ন ৭নং ওয়ার্ডের জুলহাস ওরফে মিরাজ, জিন্নাগড় উত্তর মাদ্রাজ গ্রামের আইমান, শশীভূষণ গ্রামের তমাল, রসুলপুর গ্রামের খালেদ ও এওজপুর গ্রামের রাকিব।
ঝলছে যাওয়া স্কুল ছাত্রীর মা জানান, রাতে আয়েশা আক্তার তার দাদী আফরোজা বেগম (৮০) র সাথে ঘুমিয়ে ছিল। ফজরের নামাজের কিছুক্ষণ পূর্বে আয়েশার ডাক চিৎকার শুনে আমরা দেখতে পাই তার মুখমন্ডল-শরীর ঝলছে গেছে। এসিডদগ্ধ আয়েশা রসূলপুর ইউনিয়ন ৩নং ওয়ার্ডের বাবুল চৌকিদারের মেয়ে এবং স্থানীয় শশীভুষণ মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেনির ছাত্রী।
শশীভূষণ থানার অফিসার ইনচার্জ(ওসি) হানিফ সিকদার বলেন, ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ৫জনকে আটক করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবদা চলছে। ঘটনা উদঘাটনের চেষ্টা চলছে।
ঘটনাস্থল সহকারী পুলিশ সুপার (চরফ্যাশন সার্কেল) মিজানুর রহমান পরিদর্শক করেছেন।
-এমএএইচ/এফএইচ