

বৃহস্পতিবার ● ৫ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » আইন ও অপরাধ » দুলারহাটে কাজের মেয়েকে বিষ খাওয়ানোর অভিযোগ
দুলারহাটে কাজের মেয়েকে বিষ খাওয়ানোর অভিযোগ
চরফ্যাশন প্রতিনিধি: দুলারহাটের নুরাবাদ চরতোফাজ্জল গ্রামের শাহাবুদ্দিনের কাজের মেয়ে লাকি (১৬) কে বিষ খাওয়ানোর অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়রা তাকে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লাকি অভিযোগ করেন, বুধবার সন্ধ্যা সাড়ে ৮টায় কাজের মেয়েকে ডেকে রংমেস্তুরী ফরিদ তাকে সু কৌশলে বিষ খাইয়ে দেয়। জনৈক অলিউল্যাহর ইন্দনে বিষ খাওয়ানো হয়েছে বলে শাহবুদ্দীন জানিয়েছেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত চরফ্যাশন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ডাক্তার বলেছেন সে সংকামুক্ত। থানায় অবহিত করা হয়েছে বলে জানা গেছে।
-এমএএইচ/এফএইচ