

মঙ্গলবার ● ২৮ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » বিশ্ব » মিয়ানমারে রোহিঙ্গা শব্দ উচ্চারণ করেননি পোপ
মিয়ানমারে রোহিঙ্গা শব্দ উচ্চারণ করেননি পোপ
ডেস্ক: মিয়ানমারের নাইপিদোতে দেশটির স্টেট কাউন্সিলর অং সান সুচির সাথে বৈঠকে রোহিঙ্গা শব্দ উচ্চারণ করেননি পোপ ফ্রাঁসিস। মঙ্গলবার (২৮ নভেম্বর) কিছুক্ষণ আগে শেষ হয়েছে এ বৈঠক। খবর: রয়টার্স।
এই সফরে পোপ যেন ‘রাজনৈতিক সংবেদনশীলতা’র খাতিরে ‘রোহিঙ্গা’ শব্দটি ব্যবহার না করেন, সে জন্য তাঁকে আগে থেকেই পরামর্শ দিয়েছিল দেশটির খ্রিস্টান ধর্ম প্রধান। যদি এর আগে পোপ ‘রোহিঙ্গা ভাইবোন’ শব্দটি ব্যবহার করে তাদের প্রতি সহমর্মিতার কথা উল্লেখ করেছিলেন।
তিন দিনের সফরে সোমবার (২৭ নভেম্বর) মিয়ানমার পৌঁছেছেন খ্রিস্টান ধর্মের রোমান ক্যাথলিক চার্চপ্রধান পোপ ফ্রান্সিস। আগামী বৃহস্পতিবার বাংলাদেশের উদ্দেশ্যে নেইপিদো ত্যাগ করবেন তিনি। আগামী ২ ডিসেম্বর পর্যন্ত ঢাকায় অবস্থান করবেন পোপ ফ্রান্সিস।
দেশটিতে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের উপর হামলা-হত্যা-নির্যাতনের নিয়ে সারা বিশ্বে সমালোচনার মধ্যেই সেখানে সফরে ফ্রান্সিস। ভ্যাটিকান থেকে জানানো হয়েছিল, পোপের এই সফর মিয়ানমার থেকে ‘জাতিগত নিধনের’ শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের পুনর্বাসন, সংকট নিরসনে আলোচনা এবং আন্তর্জাতিক উদ্যোগগুলোকে বেগবান করার কাজকে উৎসাহিত করবে।