

বুধবার ● ২২ মার্চ ২০১৭
প্রথম পাতা » চরফ্যাশন » চরফ্যাশনের কৃতি সন্তান মডেলিং নাদিম খাঁনের নতুন চমক!
চরফ্যাশনের কৃতি সন্তান মডেলিং নাদিম খাঁনের নতুন চমক!
এম আমির হোসেন, চরফ্যাশন প্রতিনিধি: নতুন বছরের নাদিম খাঁনের চমক দেখা দিয়েছে। তিনি একজন ভাল মানের অভিনেতা হতে চান। এই লক্ষ্যে ইতিপূর্বে নাটক ও গান দিয়ে সারা দেশে পরিচিতি লাভ করেছেন। একটি বে-সরকারি সংস্থায় চাকুরীর ফাঁকে ফাঁকে সংস্কৃতি অঙ্গনে বর্তমানে বেশ পরিশ্রম করে যাচ্ছেন।
চরফ্যাশনের সাংস্কৃতিক সংগঠন শ্রাবণী খেলাঘর আসর থেকে ১৯৯৬সালে মঞ্চ নাটক “হোপলেস” দিয়ে তার পথ চলা শুরু। এক সময়ের দক্ষ সংগঠক বর্তমানে চরফ্যাশনের পৌর মেয়র শ্রী বাদল কৃষ্ণ দেবনাথের হাত গড়া অভিয়ন শিখা। একেক করে “করম আলী দুরবিন”সহ ১৫/১৬টি নাটক চরফ্যাশনের মেলা মঞ্চ, অডিটরিয়াম, আউটডোরে বেশ সুনামের সাথে দর্শকের মন জয় করে এখন টিভির পর্দায় কাজ শুরু করেছেন।
সে প্রথমে পরিচালক মোর্শেদ সুমনের হাত ধরে ছোট পর্দায় কাজ করেন। বাংলাদেশের টিভি পর্দায় বড় বড় পরিচালক সৈয়দ শাকিল, হাবিব মাসুদ, হারুন রশিদ, সোহাগ বিশ্বাসসহ অনেকের সাথে কাজ করেছেন। তার প্রচারিত নাটক গুলোর মধ্যে যেমন এনটিভিতেষ্ণবাংলার স্ক্যাল্ডাল”, মাছরাঙ্গায় টিভিতে “মামলাবাজ”, আরটিভিতে“আর মাত্র কয়ডা দিন”, দিপ্ত টিভিতে “খেলাঘর”,সহ অনেক নাটকে অভিনয় করেছেন। প্রচার হওয়ার অপেক্ষায় আরো অনেকই রয়েছে। “তোমার সহজ মন” নাটকটি কেন্দ্রিয় চরিত্রে।
সম্প্রতি প্রচার হল জনপ্রিয় কণ্ঠ শিল্পী প্রতিক হাসানের গানের মিউজিক ভিডিও “শেষ দেখা”। গানটি ভিন্ন ধারার গল্প নিয়ে এবং ব্যতিক্রম কিছু চিন্তার বিকাশ ঘটানোর ফলে গানটি দেখে মন ভরে যায় দর্শকের। ভিডিও পরিচালক সৌমিত্র ঘোষ ইমন, চিত্রগ্রাহক বিশ্বজিত, অভিনয়ে নাদিম খাঁন ও মিতি। নাদিম খাঁন বেশ কিছু মিউজিক ভিডিও করে দর্শকের মন জয় করতে সক্ষম হয়েছেন। তার মডেলিংয়ের শেষ গান ছিল কাজি শুভর ও স্বরলিপির নতুন গান “ভাল থাকার অভিনয়”, যা মাত্র ১ মাসে ১০ লাখ লোকে ইউটিউবে দেখা হয়ে গেছে। আর টিভিতে প্রচারিত হয়েছিল প্রতিক হাসানের “শেষ দেখা”। গানটি অডিও প্রযোজনা প্রতিষ্ঠান ঈগল মিউজিক থেকে ইউটিউব চ্যানেলে। বিল বোর্ডের জন্যে মডেল হয়ে ছিলেন নাদিম হোসেন খাঁন।
চরফ্যাশনে পৌর ৫নং ওয়ার্ডে তার জম্ম। পিতা নুরুল আমীন মাতা- মেহের নিকার। সে শশীভূষণ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক, চরফ্যাশন ট্যাবনাল ব্যারেট মাধ্যমিক বিদ্যালয় মাধ্যমিক ও চরফ্যাশন সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক ও ঢাকার গুলশান কলেজ খেকে ডিগ্রী পাশ করেন। বর্তমানে একটি প্রাইভেট কোম্পানীতে চাকুরী করেন। তার সত ব্যস্তার সাথেও তিনি সংস্কৃতি অঙ্গনে সময় দিয়ে বর্তমানে নিজে মুল নায়ক হয়ে “আমার অবুঝ মন” নামক নাটকে অভিনয় শুরু করেছেন। হলেও তার দেশে এবং বিদেশে রয়েছে তার অনেক দর্শক। তার গান ও মডেলিং ও নাটকের মাধ্যমে কাজ করলেও কেন্দ্রিয় চরিত্রে কাজ করার জন্যে হাতে রয়েছে অনেক গুলো অভিনয়। নাদিম ভবিষ্যতে একজন অভিনেতা হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন।
-এফএইচ