

রবিবার ● ২১ আগস্ট ২০২২
প্রথম পাতা » চরফ্যাশন » চরফ্যাশনের মেঘনায় জলদস্যু ভেবে নদীতে ঝাপ, চাচা ভাতিজার মরদেহ উদ্ধার
চরফ্যাশনের মেঘনায় জলদস্যু ভেবে নদীতে ঝাপ, চাচা ভাতিজার মরদেহ উদ্ধার
চরফ্যাশন প্রতিনিধি: ভোলার চরফ্যাশনের মেঘনা নদী থেকে মো. রাব্বি (১৫) ও মিজানুর রহমান মাঝি (৪৭) নামে দুই জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। শবিবার রাতে ট্রলারযোগে মেঘনা নদীতে মাছ শিকারে গিয়ে কারেন্ট জালে পেছিয়ে তারা মারা যায় ।
নিহত দুজন সম্পর্কে চাচা ভাতিজা। তারা হাজারীগঞ্জ ইউনিয়নের চর পক্ষিরা গ্রামের বাসিন্দ।
শশিভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান পাটোয়ারী নিশ্চিত করে বলেন, রাত ৮টার দিকে মেঘনা নদীতে মাছ শিকারে যায়। একপর্যায়ে তাদের ট্রলারের পাশ দিয়ে দ্রুতগতিতে আরেকটি ট্রলার যাচ্ছিল। সেসময় রাব্বিসহ ট্রলারে থাকা সকলে মনে করেছিল পাশ দিয়ে যাওয়া ট্রলারটি জলদস্যুদের। সেই ভয়ে রাব্বি হঠাৎ করে নদীতে ঝাপ দেয়। সে (রাব্বি) সাঁতার জানতো না। নদীতে থাকা কারেন্ট জালে রাব্বির পা পেঁচিয়ে যায়। তখন ভাতিজা রাব্বিকে বাঁচাতে চাচা মিজানুর রহমানও নদীতে ঝাপ দেয়। এরপর চাচা মিজানুর রহমানেরও পা জালে আটকিয়ে যায়। পরে ট্রলারে থাকা অন্যান্য জেলেরা নদী থেকে তাদেরকে মৃত অবস্থায় উদ্ধার করে। নিহতদের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। এবং তাদের পরিবার থেকে কোনো অভিযোগ করা হয়নি। নিহতদের পরিবার বিনা ময়নাতদন্তে তাদের মরদেহ দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে। পরে শশিভূষণ থানায় এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে বিনা ময়নাতদন্তে নিহতদের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।