

বৃহস্পতিবার ● ৪ আগস্ট ২০২২
প্রথম পাতা » জেলার খবর » ভোলায় পুলিশের গুলিতে জেলা ছাত্রদল সভাপতি নিহতের প্রতিবাদে সকাল-সন্ধ্যা ডাকা হরতাল প্রত্যাহার
ভোলায় পুলিশের গুলিতে জেলা ছাত্রদল সভাপতি নিহতের প্রতিবাদে সকাল-সন্ধ্যা ডাকা হরতাল প্রত্যাহার
বিশেষ প্রতিনিধি: ভোলায় পুলিশের গুলিতে নিহত জেলা ছাত্রদল সভাপতি নূরে আলম নিহতের প্রতিবাদে ডাকা সকাল-সন্ধ্যা হরতাল প্রত্যাহার করেছে বিএনপি। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ভোলা জেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে হরতাল প্রত্যাহারের ঘোষণা দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও ভোলা-৩ আসনের সাবেক সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম, শামসুজ্জামান দুদু, বাংলাদেশ বার কাউন্সিল এর সদস্য অ্যাডভোকেট জয়নাল আবেদিন, বিলকিস জাহান শিরিন, সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম, জহিরউদ্দিন স্বপন, জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীরসহ দলীয় নেতা কর্মীরা।
সংবাদ সম্মেলনে গয়েশ্বর রায় বলেন, জনগণের দাবি নিয়ে কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশের গুলিতে ২ জন বিএনপির নেতা নিহত হয়েছেন। এটা সম্পূর্ণ অনৈতিক। এই হত্যাকাণ্ডে সরকার জড়িত না থাকলে দ্রুত দায়ী পুলিশদের আইনের আওতায় আনা হোক। ভোলার মানুষকে কৃতজ্ঞতা তার নিজ থেকে প্রত্যেকে এই হরতাল পালন ও সমর্থন করায় জনগণের কথা চিন্তা করে এই মুহূর্ত থেকে হরতাল প্রত্যাহার করেন।
এদিকে নিহত ছাত্রদল সভাপতি নূরে আলমের মরদেহ সকাল ১১ টায় ঢাকার নয়া পল্টনে বিএনপির কার্যালয়ের সামনে নামাজে জানাজা শেষ সন্ধ্যায় ভোলায় আসার সঙ্গে সঙ্গে ভোলা আলতাজের রহমান কলেজ মাঠে ২য় জানাজা অনুষ্ঠিত হওয়ার পর পারিবারিক কবর স্থানে দাফন করা হবে বলে দলীয় সূত্রে জানিয়েছেন।
সংবাদ সম্মেলন শেষে কেন্দ্রীয় নেতারা নিহত আঃ রহিমের কবর জিয়ারত করতে সদর উপজেলার দক্ষিণ দিঘলদী তার গ্রামের বাড়ীতে যান।
এদিকে সকাল ৬ টার পর থেকে বেলা ১২ টা পর্যন্ত ঢিলেঢালা ভাবে হরতাল চলেছে। মাঝে মধ্যে বিএনপির অঙ্গ সংগঠনের কর্মীরা সদর রোডে কয়েকবার মিছিল বের করেন।
এতে পৌরসহরের অধিকাংশ দোকানপাট বন্ধ থাকতে দেখা গেলেও ভোলা-চরফ্যাশন মহাসড়কে বাসসহ যানবাহন চলাচল ছিলো স্বাভাবিক।
কোন পিকেটিং ও বিশৃঙ্খলা ছাড়ায় শান্তি পূন্যভাবে হরতাল পালিত হয়েছে বলে দাবি করেছেন জেলা বিএনপি।
অপর দিকে হরতাল বিরোধী মিছিল করেছে জেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেত্রী বৃন্দ।