

বুধবার ● ৩ আগস্ট ২০২২
প্রথম পাতা » জেলার খবর » ভোলায় ছাত্র দলের সভাপতির মৃত্যুর প্রতিবাদে উত্তাল, সড়ক অবোধ, বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল
ভোলায় ছাত্র দলের সভাপতির মৃত্যুর প্রতিবাদে উত্তাল, সড়ক অবোধ, বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল
বিশেষ প্রতিনিধি: ভোলায় পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষে আহত জেলা ছাত্রদল সভাপতি নুরে আলমের মৃত্যুর ঘটনায় ভোলা পৌর শহর উত্তাল হয়ে উঠেছে। বিকাল সাড়ে ৩ টা থেকে পৌরশহরে দফায় দফায় প্রতিবাদ মিছিল ও সড়ক অবোরধ এবং আগামীকাল বৃহস্পতিবার জেলায় সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপি।
বুধবার বিকাল সাড়ে ৩ টায় জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীরের নেতৃত্বে প্রতিবাদ মিছিল শেষে দলটি হরতালের কর্মসূচির ঘোষণা দেন জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর। এর পর থেকে এ-ই রিপোর্ট লিখা পর্যন্ত জেলা বিএনপির অফিসের সামনে কালিনাথ রায় বাজার সড়ক অবোরধ করে রাখা হয়।
উল্লেখ্য, ৩১ জুলাই সারাদেশে লোডশেডিং ও জ্বালানি অব্যবস্থাপনার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার ভোলায় আয়োজিত বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশে বাধা দেওয়ায় এ সংঘর্ষ হয়। এ ঘটনায় পুলিশ এবং বিএনপির শতাধিক নেতাকর্মী আহত হন, যার মধ্যে অনেকে গুলিবিদ্ধ হয়েছেন।
সংঘর্ষে স্বেচ্ছাসেবক দলের সদস্য আবদুর রহিম নিহত হন। জেলা ছাত্রদল সভাপতি নুরে আলম বুধবার বিকেল ৩টার দিকে তিনি মারা যান।
-এফএইচ