

সোমবার ● ৪ জুলাই ২০২২
প্রথম পাতা » জেলার খবর » সেভ দ্য রোড পথযোদ্ধা স্মারক সম্মাননা পেলেন বীরমুক্তিযোদ্ধা সাংবাদিক মাহবুবুর রহমান
সেভ দ্য রোড পথযোদ্ধা স্মারক সম্মাননা পেলেন বীরমুক্তিযোদ্ধা সাংবাদিক মাহবুবুর রহমান
রিপন শান: জাতীয়ভিত্তিক সড়ক সচেতনতামূলক সংগঠন সেভ দ্য রোড কর্তৃক “পথযোদ্ধা স্মারক সম্মাননা ২০২২” অর্জন করেছেন- ইউরো বাংলা টাইমসের এডিটর ইন চিফ ও ইউরো সমাচার সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান।
অতিসম্প্রতি রাজধানীর জাতীয় প্রেসক্লাব হলরুমে অনুষ্ঠিত এক প্রাণবন্ত আয়োজনে সেভ দ্য রোড এর কেন্দ্রীয় কমিটির সভাপতি বিশিষ্ট শ্রমিকনেতা এজেডএম কামরুল আনাম, প্রতিষ্ঠাতা ও সহ-সভাপতি সাংবাদিক মোমিন মেহেদী, মহাসচিব শান্তা ফারজানাসহ উপস্থিত অতিথিবৃন্দ অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাব- আয়েবাপিসি’র প্রধান উপদেষ্টা ও অস্ট্রিয়া বাংলাদেশ প্রেসক্লাব সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাহবুবুর রহমানের হাতে সেভ দ্য রোড প্রবর্তিত পথযোদ্ধা স্মারক সম্মাননা ২০২২ আনুষ্ঠানিক ভাবে তুলে দেন ।
এদিকে, আন্তর্জাতিক অনলাইন গণমাধ্যম ইউরো বাংলা টাইমসের এডিটর ইন চিফ বীরমুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান ; সেভ দ্য রোড “পথযোদ্ধা স্মারক সম্মাননা ২০২২” অর্জন করায়, তাঁকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন- অস্ট্রিয়া বাংলাদেশ প্রেসক্লাব এর বাংলাদেশ কোঅর্ডিনেটর ও ইউরো বাংলা টাইমসের ম্যানেজিঙ্ এডিটর শাহাবুদ্দিন রিপন শানসহ ভোলায় কর্মরত সাংবাদিকরা।
-এফএইচ