

মঙ্গলবার ● ২৪ মে ২০২২
প্রথম পাতা » আইন ও অপরাধ » ভোলায় দুই কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
ভোলায় দুই কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
স্টাফ রিপোর্টার: ভোলায় দুই কেজি গাঁজাসহ মোঃ বাছেদ (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। মঙ্গলবার দুপুর ২ টার দিকে সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নে কালুপুর ১নং ওয়ার্ডের চটারমাথা লঞ্চঘাট এর ব্লকের উপর থেকে তাকে আটক করা হয়।
ভোলা সদর মডেল থানার ওসি এনায়েত হোসেন নিশ্চিত করে বলেন, দুপুরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে ইলিশা তদন্ত কেন্দ্রের এসআই (নিঃ) মোঃ সিদ্দিকুর রহমান, এএসআই গুলজার, এএসআই মাইনুল হাসান সঙ্গীয় ফোর্স সহ বিশেষ অভিযান পরিচালা করে ২ কেজি গাজাসহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণের প্রস্তুতি চলছে।
-এফএইচ