

সোমবার ● ২৪ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » জেলার খবর » অসহায় শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন ডা. রাজ
অসহায় শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন ডা. রাজ
দৌলতখান প্রতিনিধি: ছেলেকে বাঁচাতে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতাল গিয়ে যতোটুকু অর্থ ছিলো সেটিও ব্যয় হয়ে গেছে। শিশু রনি আগের মত স্বাভাবিক জীবনে ফিরে আসবে এমন প্রত্যাশায় স্থানীয় সাংবাদিক সহ অনেকেই তার চিকিৎসার সহযোগীতা চেয়ে ফেসবুকে বিষয়টি তুলে ধরেছেন।’
অবশেষে শিশু রনিকে সুস্থ করে তুলতে চিকিৎসার সকল খরচ বহনে দায়িত্ব নিলেন দৌলতখানের কৃতি সন্তান স্কয়ার হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট অধ্যাপক ডা: আফতাব ইউসুফ রাজ। তিনি রবিবার রাতে অসুস্থ শিশু রনিকে দেখতে বিডিএফের নের্তৃবৃন্দকে সঙ্গে নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান। এসময় শিশু রনিকে সুস্থ করে তুলতে তার চিকিৎসার সকল ব্যয়ভার বহন করেন ।’
অধ্যাপক ডাঃ আফতাব ইউসুফ রাজ জানান, ‘বিষয়টি সোশ্যাল মিডিয়া থেকে নজরে আসে। পরিবারটি খুবই অসহায়। মানুষ মানুষের জন্য আর জীবন জীবনের জন্য। শিশুটি যাতে পৃথিবীতে হাসি মুখে বাঁচতে পারে , তাই শিশুটির চিকিৎসার দায়িত্ব নিয়েছি।’
-রাজ