শিরোনাম:
●   উদ্ভাস-উন্মেষ-উত্তরণ এখন দ্বীপ জেলা ভোলায় ●   ভোলা আইনজীবী সমিতির নির্বাচনে আ’লীগের সমর্থিত প্রার্থী বশীর উল্লাহ সভাপতি, সম্পাদক মাহাবুবুল হক লিটু নির্বাচিত ●   ভোলা জেলা প্রশাসকের সাথে আইনজীবী সমিতির মতবিনিময় ●   চরফ্যাশনে দুর্বৃত্তদের আগুনে পুড়লো চট্টগ্রামগামী বাস ●   ডয়েসে ভ্যালী ও জাতীয় গণমাধ্যম ইনিস্টিটিউটের যৌথ আয়োজনে প্রিন্ট পত্রিকার সম্পাদকদের কর্মশালা সম্পন্ন ●   ভোলায় চারটি সহ সারাদেশে ১৫০ সেতু উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ●   ভোলায় ৩৩৫ কোটি টাকার শহর রক্ষা বাঁধ এখন মরণ ফাঁদ! ●   ভোলায় জমি দখলের খবর পেয়ে স্ট্রোক করে মারা গেলেন প্রবাসী ●   ভোলার নবাগত জেলা প্রশাসকের সাথে আইনজীবী সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত ●   আজ ইসলামী চিন্তাবিদ মাওলানা মোঃ হাবিবউল্লাহ’র ৩য় মৃত্যুবার্ষিকী
ভোলা, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ভোলার সংবাদ
রবিবার ● ১২ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » মিডিয়া » ‘অনেক সাংবাদিক জার্নালিস্ট বানান পারবেন না’
প্রথম পাতা » মিডিয়া » ‘অনেক সাংবাদিক জার্নালিস্ট বানান পারবেন না’
৫৪০ বার পঠিত
রবিবার ● ১২ নভেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

‘অনেক সাংবাদিক জার্নালিস্ট বানান পারবেন না’

 ---

ডেস্ক: সাংবাদিকদের অশিক্ষিত, অদক্ষ ও দুর্নীতিবাজ আখ্যায়িত করে তীব্র সমালোচনা করলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সাংসদ ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।আজ শনিবার সকালে জেলা শহরের একটি বেসরকারি টেলিভিশনের বর্ষপূর্তির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিকদের নিয়ে এসব মন্তব্য করেন তিনি। তাঁর আধা ঘণ্টার বক্তব্যের প্রায় পুরোটাজুড়েই ছিল সাংবাদিকদের সমালোচনা। ব্রাহ্মণবাড়িয়ার সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মোকতাদির চৌধুরী বলেন, ‘অনেক সাংবাদিক আছেন, তাঁদের যদি বলা হয় যে জার্নালিজম বা জার্নালিস্ট বানান লিখে আনেন, লিখতে পারবেন না। আই অ্যাম শিউর। তারপরও তাঁরা নিজের সাংবাদিক পরিচয় দিয়ে বেড়াচ্ছেন।’
মোকতাদির চৌধুরী বলেন, টিভি কর্তৃপক্ষ অনেক সময় লোক খুঁজে পায় না। যিনিই আবেদন করেন, তাঁকেই নিয়োগ দিয়ে দেয়। তিনি আরও বলেন, ‘দেশের প্রায় সবগুলো ইলেকট্রনিক মিডিয়ার মালিকই কোনো না কোনোভাবেই আওয়ামী ঘরানার লোক। তাঁদের এমপ্লয়ি (কর্মী) হিসেবে যখন কাজ করেন, একধরনের দালালি তো আপনাদের (সাংবাদিকেরা) করারই কথা।’ সাংবাদিকদের উদ্দেশ করে তিনি বলেন, ‘যোগ্য ও দক্ষ হন। যাঁরা পকেট ভারী করার জন্য অহেতুক মানুষের ক্ষতি করেন, তাঁদের সম্পর্কে আমাদের অবজারভেশন কিন্তু থাকবে।’ এ সময় তিনি নিজেকে সৎ, দক্ষ ও যোগ্য বলে দাবি করেন।
মোকতাদির চৌধুরী বলেন, ‘সাংবাদিক হওয়ার জন্য আমার কাছে দু-চারজন আসেন। আমিও সুপারিশ করার সময় এতটা খেয়াল করি না যে তাঁর যোগ্যতা আছে কি না এবং জার্নালিস্ট লিখতে পারে কি না, খেয়াল করি না। রাজনীতির লোক তো, সামাজিক মেলামেশা অব্যাহত রাখার জন্য অনেক সময় অনেক কিছু করতে বাধ্য হই। অনেক সময় সুপারিশ করতে হয়।’
মোকতাদির চৌধুরীর কথা, ‘এটা আমার কথা নয়। আমরা যারা রাজনীতি করি, সকলের জন্য একই কথা প্রযোজ্য। আমার নেত্রী শেখ হাসিনার জন্যও একই কথা প্রযোজ্য। শেখ হাসিনাও সব সময় ভালো লোকের জন্য কাজ করতে পারেন না। কিছু কিছু খারাপ লোকের জন্য কাজ করতে হয়। অযোগ্য-অদক্ষ লোকের জন্য কাজ করতে হয়। মানুষের জন্য কাজ করতে পারেন না।’
মোকতাদির চৌধুরী বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়া সম্পর্কে লেখার কোনো অভাব নেই। নিউজ করার অনেক বিষয়বস্তু আছে। আপনি পজিটিভও লিখতে পারেন আবার নেগেটিভও লিখতে পারেন।’ বিভিন্ন উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে তিনি বলেন, ‘এসব বিষয় লিখলে কেউ আপনাদের (সাংবাদিকদের) শেখ হাসিনার সরকার বা মোকতাদির চৌধুরীর দালাল বলে অবহিত করবে না।’ পকেট ভারী করার জন্য সাংবাদিকেরা অন্যের চরিত্র হনন ও অপসংবাদ পরিবেশন করছেন বলে অভিযোগ করেন। তিনি আরও বলেন, শতকরা ৯০ আর ১০ ভাগকে সমান চোখে দেখে সাংবাদিকেরা অসততার পরিচয় দিচ্ছেন। দুষ্কর্ম আর অপকর্ম করছেন।
আওয়ামী লীগের সাংসদ চিকিৎসকদেরও সমালোচনা করেন। তিনি বলেন, শহরের ৯০ ভাগ হাসপাতালের মালিকানা রয়েছে চিকিৎসকদের। তাঁরাই দালাল পুষছেন।
সীমান্ত দিয়ে প্রতিদিন বাংলাদেশের অভ্যন্তরে মাদক প্রবেশের কথা উল্লেখ মোকতাদির চৌধুরী বলেন, ‘এটা রোখার দায়িত্ব কার? ব্যারিকেড ভেঙে কীভাবে মাদক ভেতরে চলে আসছে, তা কি গণমাধ্যমে তোলা হয়?’ আওয়ামী লীগের লোক চোরাচালানিতে ধরা পড়লে তা ভালোভাবে লেখা হয় এবং বিএনপির লোকজন ধরা পড়লে কোনো কিছু লেখা হয় না বলে অভিযোগ করেন তিনি।
ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের অনেকের বাড়িঘর করা তো প্রয়োজন। কিন্তু কারও কারও বাড়িঘর করার সময় বিভিন্নভাবে বিভিন্ন মহলের ওপর চাপ সৃষ্টি করে পয়সা আদায় করাই যদি সাংবাদিকতার উদ্দেশ্য, তাহলে এই সাংবাদিকতাকে মোকাবিলা করার সাধ্য কারও নেই। এমন ঘটনা ঘটছে সমাজে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার দিকে নজর দেন।’
এই বক্তব্য চলার সময় সেখানে দর্শক হিসেবে উপস্থিত স্কুলের কয়েক শ ছাত্রছাত্রী করতালি দেয়। তাঁর এ বক্তব্যে সাংবাদিকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবির। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রেজুওয়ানুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ এ এস এম শফিকুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার প্রমুখ।

-পিএ/এফএইচ





মিডিয়া এর আরও খবর

ডয়েসে ভ্যালী ও জাতীয় গণমাধ্যম ইনিস্টিটিউটের যৌথ আয়োজনে প্রিন্ট পত্রিকার সম্পাদকদের কর্মশালা সম্পন্ন ডয়েসে ভ্যালী ও জাতীয় গণমাধ্যম ইনিস্টিটিউটের যৌথ আয়োজনে প্রিন্ট পত্রিকার সম্পাদকদের কর্মশালা সম্পন্ন
ভোলা প্রেসক্লাবকে একটি গোষ্ঠী দখল করে ব্যবসায় পরিণত করছে: জেলা আ’লীগ সভাপতি ভোলা প্রেসক্লাবকে একটি গোষ্ঠী দখল করে ব্যবসায় পরিণত করছে: জেলা আ’লীগ সভাপতি
সাংবাদিকের কলমই পারে অপরাধীকে দাঁত ভাঙ্গা জবাব দিতে: ভোলা প্রেসক্লাব সভাপতি অনু সাংবাদিকের কলমই পারে অপরাধীকে দাঁত ভাঙ্গা জবাব দিতে: ভোলা প্রেসক্লাব সভাপতি অনু
ঢাকাস্থ ভোলা সাংবাদিক ফোরামের কমিটি ঘোষণা, কামরুল সভাপতি, জিয়া সম্পাদক ঢাকাস্থ ভোলা সাংবাদিক ফোরামের কমিটি ঘোষণা, কামরুল সভাপতি, জিয়া সম্পাদক
নৈতিক বিবেচনায় ভোলা প্রেসক্লাব নির্বাচন থেকে সরে দাড়ালাম: তুহিন নৈতিক বিবেচনায় ভোলা প্রেসক্লাব নির্বাচন থেকে সরে দাড়ালাম: তুহিন
ভোলা প্রেসক্লাব তুমি কার…! ভোলা প্রেসক্লাব তুমি কার…!
বোরহানউদ্দিন শাহবাজপুর প্রেসক্লাব এর কমিটি গঠন, মনির সভাপতি, মালেক সম্পাদক বোরহানউদ্দিন শাহবাজপুর প্রেসক্লাব এর কমিটি গঠন, মনির সভাপতি, মালেক সম্পাদক
ভোলা প্রেসক্লাবের পূর্নাঙ্গ কমিটি গঠন, অনু সভাপতি, মিঠু সম্পাদক ভোলা প্রেসক্লাবের পূর্নাঙ্গ কমিটি গঠন, অনু সভাপতি, মিঠু সম্পাদক
ভোলায় সংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানী এসপির সাথে সাংবাদিক প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ ভোলায় সংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানী এসপির সাথে সাংবাদিক প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ
ভোলা জেলা বিওজেএ কমিটির  সভাপতি ফরিদ, সম্পাদক ছোটন ও সাংগঠনিক ফরহাদ ভোলা জেলা বিওজেএ কমিটির সভাপতি ফরিদ, সম্পাদক ছোটন ও সাংগঠনিক ফরহাদ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

© 2024 দ্বীপের সাথে ২৪ ঘণ্টা Bholar Sangbad, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।