শিরোনাম:
●   উদ্ভাস-উন্মেষ-উত্তরণ এখন দ্বীপ জেলা ভোলায় ●   ভোলা আইনজীবী সমিতির নির্বাচনে আ’লীগের সমর্থিত প্রার্থী বশীর উল্লাহ সভাপতি, সম্পাদক মাহাবুবুল হক লিটু নির্বাচিত ●   ভোলা জেলা প্রশাসকের সাথে আইনজীবী সমিতির মতবিনিময় ●   চরফ্যাশনে দুর্বৃত্তদের আগুনে পুড়লো চট্টগ্রামগামী বাস ●   ডয়েসে ভ্যালী ও জাতীয় গণমাধ্যম ইনিস্টিটিউটের যৌথ আয়োজনে প্রিন্ট পত্রিকার সম্পাদকদের কর্মশালা সম্পন্ন ●   ভোলায় চারটি সহ সারাদেশে ১৫০ সেতু উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ●   ভোলায় ৩৩৫ কোটি টাকার শহর রক্ষা বাঁধ এখন মরণ ফাঁদ! ●   ভোলায় জমি দখলের খবর পেয়ে স্ট্রোক করে মারা গেলেন প্রবাসী ●   ভোলার নবাগত জেলা প্রশাসকের সাথে আইনজীবী সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত ●   আজ ইসলামী চিন্তাবিদ মাওলানা মোঃ হাবিবউল্লাহ’র ৩য় মৃত্যুবার্ষিকী
ভোলা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ভোলার সংবাদ
সোমবার ● ১৩ মার্চ ২০১৭
প্রথম পাতা » কৃষি » টানা বৃষ্টিতে ভোলায় আলু চাষীরাদের মাথায় হাত
প্রথম পাতা » কৃষি » টানা বৃষ্টিতে ভোলায় আলু চাষীরাদের মাথায় হাত
৫৯৬ বার পঠিত
সোমবার ● ১৩ মার্চ ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

টানা বৃষ্টিতে ভোলায় আলু চাষীরাদের মাথায় হাত

---

এম.শরীফ হোসাইন: তিনদিনের টানা বৃষ্টিতে ভোলা সদর চরফ্যাশন উপজেলায় প্রায় হাজার ৩০ হেক্টর জমির আলু ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ভোলা সদরে ৩০ হেক্টর এবং চরফ্যাশনে হাজার হেক্টর রয়েছে। এতে লোকসানের মুখে পড়ে দিশেহারা হয়ে পড়েছেন আলু চাষীরা। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে জেলা সদরের রাজাপুর ইলিশা ইউনিয়নে ৩০ হেক্টর জমির অন্তত ৫শটন আলু ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে চরফ্যাশন উপজেলার নীলকমল, নুরাবাদ, আবু বকরপুর, ওসমানগঞ্জ, আমিনাবাদ, আলসলামপুর, কলমী, নজরুল নগর মুজিবনগরে হাজার হেক্টর জমি রয়েছে।

ভোলা সদর কৃষি অফিস জানায়, বছর সদর উপজেলার ১২শহেক্টর জমিতে আলুর আবাদ হয়েছে। কয়েকদিনে প্রায় হাজার হেক্টর জমির আলু তোলা হয়ে গেছে। বাকী ২শহেক্টরের আলু বৃষ্টিতে ভিজে গেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে ২৫/৩০ হেক্টরের আলু। জেলায় উপযোগী আবহাওয়ায় প্রতি হেক্টর জমিতে ২৫ টন আলু উৎপাদন হয়। সে হিসেবে টাকার অংকে প্রায় / লাখ টাকার আলু ক্ষতিগ্রস্ত হয়েছে বলে কৃষি অফিস জানায়। বৃষ্টিতে ভোলায় হাজার ৩০ হেক্টর জমির আলু ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

---

ইলিশা ইউনিয়নের আলু চাষি নুরে আলম জানান, বছর তিনি ১০ একর জমিতে আলু চাষ করেছেন। এর মধ্যে ভাইরাসে একর জমির আলু ক্ষতিগ্রস্ত হয়েছে। একর জমির আলু বিক্রি করলেও বাকী একরের আলু এখনও উত্তেলন করা হয়নি। তিন দিনের টানা বৃষ্টিতে এক একর আলু ক্ষতিগ্রস্ত হয়েছে। যা টাকার অংকে প্রায় লাখ টাকা।

চর আনন্দ গ্রামের চাষি সিরাজ রহিম বলেন, এনজিও থেকে ঋণ নিয়ে আলু আবাদ করেছি, কিছু জমির আলু বাজারে বিক্রি করলেও বৃষ্টিতে খেতের অনেক আলু ক্ষতিগ্রস্ত হয়েছে।

আলু চাষিরা জানান, দাম ওঠা নামার কথা বিবেচনা করেই আলু উত্তোলন করা হয়। অনেকেই বাজারদাম ভালো পাওয়ার আশায় খেত থেকে আলু তোলেননি। কিন্তু তিনদিনের বৃষ্টিতে আলু নষ্ট হয়ে গেছে। মৌসূমে পাইকারি বাজারে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ১০ টাকা দরে এবং খুচরা বাজারে ১২ থেকে ১৫ টাকা। প্রতি বছরই জেলার উৎপাদিত আলু বিভিন্ন জেলায় বিক্রি হয়ে আসছে।

ভোলা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রিয়াজ উদ্দিন বলেন, সদরের বেশিরভাগ আলু খেত থেকে তোলা হয়েছে। কয়েকদিনের  বৃষ্টিতে ২শহেক্টর আলু আক্রান্ত হলেও তার মধ্যে ২০ হেক্টরের আলু বেশি ক্ষতি হতে পারে।

চরফ্যাশন উপজেলা কৃষি অফিস জানান, বছর উপজেলায় হাজার ৮২৫ হেক্টর জমিতে আলু আবাদ হয়েছিল। এর মধ্যে কয়েকদিনে ৮শহেক্টর জমির আলু উত্তোলন করা হয়েছে। বাকি আলু উত্তোলন করার আগেই বৃষ্টি শুরু হয়। এতে এক হাজার হেক্টর জমির আলু নষ্ট হতে পারে।

দুলারহাট, নুরাবাদ নীলকমল ইউনিয়নের রবি শষ্যের জমি যেন ছোট নদীতে পরিণত হয়েছে। সেখানকার ক্ষতিগ্রস্ত চাষিরা জানান, বৃষ্টির জন্য তাদের এখন মাথায় হাত। দিশেহারা হয়ে পড়েছেন সবাই। ক্ষতিগ্রস্ত রবিশস্য হচ্ছে- গোল আলু, তরমুজ, বাদাম, মরিচ, পেয়াজ, মুগ ডাল ইত্যাদি। নিজ জমির এহেন পরিস্থিতি দেখে জলাল বেপারী (৫০) নামের এক চাষী স্ট্রোক করে মৃত্যু বরণ করেছেন। এছাড়াও ওসমানগঞ্জ ইউনিয়নে অপর একজন চাষী আতœহত্যা করেন। শুধু তারাই নন, এরকম অসংখ্য চাষী ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের মধ্যে ইউসুফ হাওলাদার, জসিম দফাদার, আরিফ, দেলওয়ার, আব্দুর রব, সুজন, মোঃমাসুদ, বিপ্লব তেলি, হওে লাল বেপারী অন্যতম।

জসিম দফাদার বলেন, আল্লাহ আমাদের সম্পদ দিয়ে কেরে নিয়েছেন। বিপ্লব তেলি জানান, ব্র্যাক গ্রামীণ জনউন্নয়ন সংস্থা থেকে ৮০ হাজার টাকা ঋণ নিয়ে আলু চাষ করেছিলেন, এখন আর তা ঘুরে দাঁড়ানোর মত ক্ষমতা নাই।

সেখানকার অধিকাংশ জমি ফসল পানির নিচে। কৃষকের মতে আলু পানি পাওয়ার সাথে সাথে পঁচে যায়। আর তরমুজ এবং অন্যান্য শস্য পানি শুকানোর সাথেই মরে যাবে। মৌসূমের প্রথম বৃষ্টিতে ১১টি ইউনিয়নের চাষিদের স্বপ্ন ভঙ্গ হয়ে গেছে। কৃষি বিভাগ কৃষকদের দ্রুত আলু উত্তোলনের পরামর্শ দিয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা মনোতোষ সিকদার জানান, চাষিদের ৭৫ থেকে ৮০ শস্যই পানিতে নিমজ্জিত। তাই তাদেরকে দ্রুত আলু উত্তোলনের জন্য পরামর্শ দেওয়া হয়েছে। আলু তোলার পর রোদে শুকিয়ে ছত্রাকনাশক ঔষধ দেয়ার পরামর্শ দেয়া হয়েছে।

-এফএইচ





কৃষি এর আরও খবর

ভোলায় তরমুজের বাম্পার ফলন, দালালদের কাছে জিম্মি  চাষীরা ভোলায় তরমুজের বাম্পার ফলন, দালালদের কাছে জিম্মি চাষীরা
লালমোহনে আমন ধানে দেখা দিয়েছে শীষকাটা ও তলা পঁচানি রোগ লালমোহনে আমন ধানে দেখা দিয়েছে শীষকাটা ও তলা পঁচানি রোগ
ভোলায় ৩৩২৫ হেক্টর ফসল ও ৬২৮০ পুকুর-ঘের ক্ষতিগ্রস্ত ভোলায় ৩৩২৫ হেক্টর ফসল ও ৬২৮০ পুকুর-ঘের ক্ষতিগ্রস্ত
ভোলায় “লাউবেগুন” চাষে সফল কৃষক সেলিম ভোলায় “লাউবেগুন” চাষে সফল কৃষক সেলিম
ভোলায় অত্যাধুনিক রাইস ট্রান্সপ্লান্টের মাধ্যমে ধানের চারা রোপণ উদ্বোধন করলেন জেলা প্রশাসক ভোলায় অত্যাধুনিক রাইস ট্রান্সপ্লান্টের মাধ্যমে ধানের চারা রোপণ উদ্বোধন করলেন জেলা প্রশাসক
জাওয়াদে ক্ষতিগ্রস্ত কৃষকের মধ্যে বিভিন্ন বীজ ও উপকরণ বিতরণ জাওয়াদে ক্ষতিগ্রস্ত কৃষকের মধ্যে বিভিন্ন বীজ ও উপকরণ বিতরণ
চরফ্যাশনে কৃষি প্রণোদনা বিতরণ চরফ্যাশনে কৃষি প্রণোদনা বিতরণ
তজুমদ্দিনে কৃষকের মাঝে আটটি কম্বাইন্ড হারভেস্টার বিতরণ তজুমদ্দিনে কৃষকের মাঝে আটটি কম্বাইন্ড হারভেস্টার বিতরণ
ভেলুমিয়ায় প্রাণীসম্পদ সুরক্ষায় খামারীদের প্রশিক্ষণ ভেলুমিয়ায় প্রাণীসম্পদ সুরক্ষায় খামারীদের প্রশিক্ষণ
ভোলায় উচ্চ মাত্রার জিংক সমৃদ্ধ ব্রি ধান ৭৪ এর ব্যাপক ফলন, বাজারজাত করণের উদ্যোগ ভোলায় উচ্চ মাত্রার জিংক সমৃদ্ধ ব্রি ধান ৭৪ এর ব্যাপক ফলন, বাজারজাত করণের উদ্যোগ

আর্কাইভ


© 2024 দ্বীপের সাথে ২৪ ঘণ্টা Bholar Sangbad, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।